পোস্টস

বাংলা সাহিত্য

জোৎস্না রাত (প্রিমিয়াম)

২৬ এপ্রিল ২০২৪

তানজিদ হাসান

মূল লেখক তানজিদ হাসান

এই যে শুনছেন, আজ শুন্যে চাঁদ ভেসে উঠেছে ঠিক আমার মনের মতো৷ বৈশাখের আজ প্রথম পূর্ণ চাঁদ৷ রাত্রি আজ জোৎস্নায় ভরা৷ জোৎস্না তেমন উজ্জ্বল, চকচকে হয় না,বড় মধুর মিষ্টি৷   ঠিক  শ্যাম বর্ণের প্রেমিকার মতো৷ হালকা আধার ঠিক যেমনটা আশা করে প্রেমিক -প্রেমিকা৷ জোৎস্নার ছায়াতলে ছোট ডিঙি নৌকায় হাটুর মাঝামাঝি পানিতে চা-চারটি পা খুব নিয়ম করে দুলছে৷ আমার মনের এক কোণেতে হালকা নীহারিকার মতো প্রফুল্লচিত্তে হাসি উঁকি দিয়েছে৷ একটু আধার মাখানো -পৃথিবীতে প্রেমিক-প্রেমিকা নিরলসভাবে স্বপ্ন বুনছে৷ মধুর সংসার ছোট্ট লক্ষীসোনার শিমুল তুলোর মতো শক্ত দুটি গালে দুটি মানুষ চুমু একে দিচ্ছে সাথে দুজন দুজনের নিবির কাছেতে৷ নদীরও মনেতে প্রেম,ভালোবাসা জেগে ওঠে৷ ওদের প্রেম আজ লেপ্টে আছে চোখে, মুখে-ঠোটে,কথায়৷ ওদের প্রেম দেখে নদী আজ হিংসে কানায় কানায় ফুলে-ফেঁপে পরিপূর্ণ৷ ওদের প্রেমের আলোয় নদীকে ক্রমশ তীব্র গতিশীল করে তোলে৷ দিনের তীব্র দাবদাহে রাত্রিকে করেছে স্নিগ্ধময়,অপরাহ্নে শীতল নরম আলোয় অভিভূত৷

এটি একটি প্রিমিয়াম পোস্ট। পুরোটা পড়তে অনুগ্রহ করে পোস্টটি কেনার মাধ্যমে লেখককে সাপোর্ট করুন।