লেখক প্রোফাইল

আসিফ খন্দকার

আসিফ খন্দকার সাবস্ক্রাইব

সম্পাদক, কালিহাতীর সাহিত্যাঙ্গন।

আসিফ খন্দকার। পেশায় একজন লেখক। কবিতা দিয়ে শুরু হলেও প্রবন্ধ আসিফ কে পাঠকদের মাঝে পরিচিতি এনে দিয়েছে।লেখকের জন্ম টাংগাইল জেলার কালিহাতী উপজেলায়।মার্কেটিং বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন।

দেশ-বিদেশের বিভিন্ন পত্রপত্রিকায় আসিফের শতাধিক লেখা প্রকাশিত হয়েছে। প্রকাশিত বইয়ের সংখ্যা চারটি। নির্বাচিত কবিতা,অনুকথার শহর,ক্যাম্পাসিয়ানদের কথা, টুকরো চিন্তার দেয়াল (ই-বুক)।এছাড়া তিনটি সাহিত্য ম্যাগাজিন সম্পাদনা করেন। ষান্মাসিক প্রতিভা,কালিহাতীর সাহিত্যাঙ্গন,ষান্মাসিক সুপারহিরো (সহ-সম্পাদক)। 
জড়িত সাংবাদিকতার সাথেও। দৈনিক আলোকিত ৭১ সংবাদে দুবছর সাহিত্য সম্পাদক ছিলেন। শিল্প-সাহিত্য নিয়ে ফিচার লিখেন সকালের শিরোনাম, এটিভি সংবাদ,সোনালি নিউজ সহ অনেক নিউজ পোর্টালে। বিভিন্ন আর্টিস্ট দের নিয়ে আসিফের ৫০+ ফিচার প্রকাশিত হয়েছে এখন অব্দি।

পোস্টস

প্রবন্ধ

জনপ্রিয় সাহিত্য মানেই সস্তা সাহিত্য না

জানাজার নামাজ সম্পর্কে আপনারা আশাকরি জানেন।জানাজা নামাজ পড়া বাধ্যতামূলক না।কিন্তু কেও মৃত্যুবরণ করলে একজনও যদি তার জানাজা না পড়তে আসে তাহলে ওই এলাকার সবাই গুনাহের ভাগীদার হবে। মুলধারার সাহিত্যটাও এরকম। এটা চর্চা করা বাধ্যতামূলক না।কিন্তু কেওই যদি না করে তাহলে...