পোস্টস

নিউজ

এবার সাহিত্যভিত্তিক যেসব সিনেমা অস্কার জিতেছে

১২ মার্চ ২০২৪

নিউজ ফ্যাক্টরি

Featured Image
চলতি বছর সাহিত্য অবলম্বনে বানানো ৫ টি সিনেমা অস্কার পুরস্কার জিতেছে। ‘ওপেনহাইমার’ সিনেমাটি সবচেয়ে বেশি অস্কার জয়ের সৌভাগ্য অর্জন করেছে।   

রোববার (১০ মার্চ) আমেরিকার লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে অস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।   

'আমেরিকান প্রমিথিউস: দ্য ট্রায়াম্ফ অ্যান্ড ট্র্যাজেডি অব জে. রবার্ট ওপেনহাইমার’ নামের জীবনী গ্রন্থ অবলম্বনে নির্মিত ‘ওপেনহাইমার’ বায়োপিকটি সেরা ছবির অস্কার জিতেছে। এটি বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৭টি অস্কার জয় করে।    

মার্কিন লেখক কাই বার্ড এবং মার্টিন জে শেরউইনের লেখা আমেরিকান প্রমিথিউস: দ্য ট্রায়াম্ফ অ্যান্ড ট্র্যাজেডি অব জে. রবার্ট ওপেনহাইমার ২০০৫ সালে প্রকাশিত হয়। পারমাণবিক বোমার জনক পদার্থবিজ্ঞানী রবার্ট ওপেনহাইমারের জীবন কাহিনী নিয়ে এই বইটি লেখা হয়েছে।    

এদিকে স্কটিশ লেখক অ্যালাসডেয়ার গ্রে এর উপন্যাস ‘পুওর থিংস’ অবলম্বনে নির্মিত একই নামের সিনেমা চারটি অস্কার জিতেছে। 

মার্কিন লেখক পার্সিভাল এভারেটের উপন্যাস ‘ইরেজার’ এর চলচ্চিত্র রূপান্তর আমেরিকান ফিকশন সেরা অভিযোজিত চিত্রনাট্য বিভাগে অস্কার পেয়েছে।

ইংরেজ উপন্যাসিক মার্টিন অ্যামিসের উপন্যাস ‘দ্য জোন অব ইন্টারেস্ট’ অবলম্বনে নির্মিত একই নামের ছবি সেরা আন্তর্জাতিক সিনেমার অস্কার পেয়েছে।  

ব্রিটিশ লেখক রোল্ড ডালের লেখা ছোট গল্প ‘দ্য ওয়ান্ডারফুল স্টোরি অব হেনরি সুগার’ অবলম্বনে নির্মিত একই নামের একটি ছবি লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম ক্যাটাগরিতে অস্কার জিতেছে। 

সূত্র: কিরকাস