পোস্টস

প্রবন্ধ

পাকিস্তানের প্রয়োজন নতুন রূপকল্প (প্রিমিয়াম)

১ জুন ২০২৩

রূপম আদিত্য

মূল লেখক আশা আমিরালি

অনুবাদক রূপম আদিত্য

সংকট এখন পাকিস্তানে সাদামাটা বিষয়। অস্বীকার করার উপায় নেই, কর্তৃত্ববাদী-জনতুষ্টিবাদী ইমরান খান এবং সামরিক বাহিনীর মধ্যকার বর্তমান অচলাবস্থায় কিছুটা নতুনত্ব রয়েছে। তবে সবচেয়ে নাটকীয় সমাপ্তিতেও বড়জোর শাসক পরিবর্তন হবে, এবং রাজনীতিতে সামরিক বাহিনীর প্রভাব হয়তো আরও কমে আসবে — কিন্তু একেবারে হারিয়ে যাবে না। দীর্ঘমেয়াদে এই পরিণতি তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে, তবে তা সম্ভব হবে কেবল যদি সামরিক বাহিনীর ছেড়ে দেওয়া রাজনৈতিক ভূমিতে জায়গা করে নেওয়া সামাজিক শক্তিগুলো তাদের নতুন অবস্থানকে ব্যবহার করে ভিন্ন ও কঠিন কিছু পদক্ষেপ নেয়। কিন্তু এমন কিছু হওয়ার সম্ভাবনা খুবই কম।

এটি একটি প্রিমিয়াম পোস্ট। পুরোটা পড়তে অনুগ্রহ করে পোস্টটি কেনার মাধ্যমে লেখককে সাপোর্ট করুন।