পোস্টস

বাংলা সাহিত্য

জীবনানন্দ পড়লে

৫ মে ২০২৪

ফারহান আবিদ

মূল লেখক ফারহান আবিদ

জীবনানন্দ পড়লে মাঝে মাঝে আমার কাছে লাগে
মরিচা পড়া সবুজ ঘাসের মধ্যে দিয়া 
যেন সাদা ময়দার ময়ান আঁক কইরা নব্বই ডিগ্রীতে নীল আকাশ দ্যাখে
যেন একেকটা তুলার দেবশিশুরা আযান দিয়া যায়
প্রত্যেকটা মড়িঘরের আজরাইলের ঘড়ির হিসাব ফাঁকি দিয়া
যেন একেকটা পানির ফোঁটার 
গোটা দুনিয়ার কাছে দিব্যি দেয়া আছে
ঝইরা পইড়া যাওনের আগে তারা কবিতা হইবো
জীবনানন্দ পড়লে আমার লাগে
মরা আকাশের নীচে আমরা দুনিয়া ভাইবা
তালা দিয়া রাখছি নিজেদেরকে
নিজেদের মগজের কাছেই

জীবনানন্দ পড়লে