পোস্টস

বাংলা সাহিত্য

ধরা-অধরা

২৯ এপ্রিল ২০২৪

রাসেল বেপারি

মূল লেখক রাসেল বেপারি

যে আমারে চায় তার হই না-
যারে আমি চাই সে দূরে যায়। 

বলো কেমনে করিব? 
এ মনও খন্ডনও 
ভাবিয়া কূল পাই না
আমারে চায় যে 
বলিবো কেমনে যে
মন তারে চায় না

যে আমারে চায় ,  তার হই না,
যারে আমি চাই ,  সে দূরে যায়। 

উদ্ধার করো গো মোরে 
এ যাতনা থেকেএএ 
মনেরও আবেদন

যে আমারে চায় ,  তার হই না, 
যারে আমি চাই ,  সে দূরে যায়। 

নদীর তো এক কূল হয় না
মনের দুই কুল সয় না 
দিবো কেমনে বলো
এ মনও বিসর্জন । 

যে আমারে চায় ,  তার হই না, 
যারে আমি চাই ,  সে দূরে যায়। 


এ কূলে ধরা ঐ কূলে অধরা
হাত তো বাঁধা ,  মাঝনদীতে ঢেউ
তারি মাঝে আমি পরে রই
তারা বোঝে নাআআআ

যে আমারে চায় ,  তার হই না, 
যারে আমি চাই ,  সে দূরে যায়। 

আর তো তর সয় না 
তারে দেখার বায়না
পালহীন নৌকায় বৈঠাহীন মাঝি
তীরে তো ভীরে না


যে আমারে চায় ,  তার হই না, 
যারে আমি চাই ,  সে দূরে যায়।