পোস্টস

বাংলা সাহিত্য

বিপরীতে কেবলি শূন্যতা

২৯ এপ্রিল ২০২৪

অনিক

মূল লেখক অনিক

বিপরীতে কেবলি শূন্যতা 

~ অনিক 

তুমি কেন গল্পের সীমানা হও নি, 
হইছিলো ঠিকই আমার আকাশের অপলক দৃষ্টি খাড়া চাঁদ! 

তুমি কেন ঝড়ো বৃষ্টি হাওয়া দিনের  একখানি ছাউনি হও নি, 
আমি ঠিকই দিয়েছিলাম শ্রাবন মেঘে ভেজা তোমার কেশে একগুচ্ছ রক্তজবা!  

তুমি কেন অমাবস্যার কালো রাত্রি হলে! 
আমার ইচ্ছে র জোছনা রাতের আকাশে জ্বলজ্বল ধ্রুব তারা হও নি!  

দিয়েছিলাম তোমায় উষ্ণতার মোহনীয় অভ্যর্থনা, 
তুমি দিলে একবুক তীব্র দহন যন্ত্রনা!  

চেয়েছিলাম নব পুষ্পিত সাজে সাজা অপরূপা বসন্ত
 দিয়েছো ঘনঘটা অমাবস্যার কালো ঝড়!  

ভেবেছিলাম আনমনে দূর আকাশ পানে চেয়ে 
আলোহীন জোনাকি ডুবন্ত সূর্যের হাতছানি, 
উঁকি দিচ্ছে জানাচ্ছে মায়া ফিরে বিষফোড়া হয়ে! 
পরিশেষে শিখালে তুমিই
 দূর হতেই  ভালোবাসা সুন্দর!  যার ভিতরে কেবলি রিক্ততা। 

তুমি সমাপ্তি দিও না বরং রেখো হাহাকার! 
স্মৃতির জালে বারংবার উঁকি দিচ্ছে 
কেন একটি পূর্ণ গল্প হলে না??