পোস্টস

বাংলা সাহিত্য

শেষকৃত্য

২৭ এপ্রিল ২০২৪

গোলাম সারোয়ার অনিক

মূল লেখক গোলাম সারোয়ার অনিক

আমি চাই সকল ব্যস্ততা ভেঙে আমাকে সময় দাও
ঘরভর্তি মেহমানের রান্না ফেলে রেখে আমাকে জিজ্ঞেস করো
জল লাগবে কি না; নরমাল নাকি ফ্রিজের?
সকল ব্যস্ততার মাঝেও আমার দিকে তাকাও
তাকিয়ে দেখো আমার চুল উসকোখুসকো হয়ে আছে কী না
বা থাকলেও তোমার আঙুলের চিরুনী দিয়েই আঁচড়ে দাও।
হ্যাঁ? সবার সামনেই!
ভালোবাসায় লজ্জা থাকতে নেই, ঘৃণায় থাকতে হয়।

মেরুন রঙের জমিনের সাথে সোনালী রঙের পাড়ের শাড়ি
সঙ্গে ছোট্ট একটা কালো টিপ। চোখে কাজল।
তারপর নাহয় তোমার ব্যস্ততায় ডুব দিও।

ধর্মগ্রন্থ-উপাসনার ফাঁকেও আমার দিকে তাকিও
এতটুকু তো তাকানো যায়, ক্ষতি কী? 
সৃষ্টিকর্তাকে ভালোবেসে উপাসনা করো
আর আমাকে ভালোবেসে তাকাতে পারবে না?
এতোটুকুন?

তুমি শাড়ি পড়ে আছো, অথচ টিপ নেই, কাজল নেই;
এমনকি নথটাও পড়োনি আজ!
কোন রঙের শাড়ি পড়েছ ধরতে পারছি না
মেরুন নাকি মেজেন্ডা?
আমার কাছে সব কিছুই সাদাকালো লাগছে। 
গভীর সাদাকালো।
আমি তোমার দিকে তাকিয়ে আছি, 
তুমিও তাকিয়ে আছো, চারিদিক দেখছো।
আমি তোমাকে দেখছি; তুমি আমাকে দেখতে পাচ্ছো না।

"শূণ্যতা।"