পোস্টস

বাংলা সাহিত্য

অস্তিত্ব

২৬ এপ্রিল ২০২৪

শাহরিয়ার মোহাম্মদ

মূল লেখক শাহরিয়ার মোহাম্মদ

বিনিদ্র রাত্রি
মনখারাপি মৃদু বায়ু
নদীর ধার-
আউলা-ঝাউলা বুকের গোছালো তর্জমা করতে জানা মানুষ বিহীন কেটে যাবে।

আসমানের গায়ে শাদা বকের পিঠের মতো চাঁদ,
চাঁদের আলো-
ডানা বিছিয়ে দিয়েছে নদী।
ভানার ভাঁজে মুখ গুজে
চাঁদের আলো লুকোচুরি খেলবে।
যেমন আমার ঢেউখেলানো বেঢপ চিত্তে
সমীকরণ মেলাও তুমি।
আর আমার ভিতর আওড়ায় তোমার অস্তিত্বের ফজিলত।

জানুয়ারি ২৮, চব্বিশ।