পোস্টস

বাংলা সাহিত্য

নিষিদ্ধ গন্ধম

২৫ এপ্রিল ২০২৪

সব্যসাচী

মূল লেখক সব্যসাচী

*

গন্ধমের মোহ না থাকলে স্বর্গে হয়তো 

ঘুমিয়ে কাটানো যেতো এক প্রহর—

এখানে বারুদের শব্দে চোখের জেগে

থাকতে হয়।

*

শূন্যবাদের প্রতি আসক্ত হবার

পাপ আমাদের পৃথিবীর পথে হাটতে 

বাধ্য করলো

 

এবং সম্পর্কগুলো খুন হয়ে যাচ্ছে

দূরত্বের ধারালো সন্ত্রাসে।

*

পৃথিবী একটা মঞ্চনাটকের দৃশ্য—মানুষ চরিত্রের অংশমাত্র।