পোস্টস

পোস্ট

গোঁড়ামির দাহন

২৩ এপ্রিল ২০২৪

আদীব আল-ফাতেহ

মূল লেখক আদীব আল-ফাতেহ

তারপর আমি আর জেগে নেই দিব্য সভ্যতায় 
জগতের চোখে সাঁতরিয়ে আর আলো দেখিনা
বিলম্বিত প্রহরে আমি দগ্ধ, ঝলসিত বলিদান
অন্ধত্বের স্বরূপে আবির্ভূত হই বিশ্বাসের কুটিরে

চিত্তাবয়বের উড়িয়ায় গোঁড়ামির বন্ধ্যা অনল
তারপর শোচনীয় কর্মদাহ অসুরের সুর তীর্থে
তাজা প্রাণের নিস্তেজ শ্বাস প্রতিবাদী অহমে
দেখতে দেখতে মানুষ নেই আমি রক্তে মাংসে

এখন শ্মশানের কাঠগড়ায় মর্মন্তুদ বিশ্বাস 
স্বাদ নেই মানবিকতার বিশুদ্ধ পানশালায়
মানব খোলসে পাশবিক চাতুর্য বেড়ে উঠছে
দ্বান্দ্বিক ন্যায়ে বিশ্বাস ভয়দ বিশ্বাসীর হাতে

সত্য জিব স্ব-অঙ্কুরেই হেমলক সাধন করেছে
মিথ্যা এখন পুজ্য অমানবিক সাধক রতিতে

©আদীব আল-ফাতেহ 
২১শে এপ্রিল, ২০২৪
চট্টগ্রাম।

লেখক সম্পর্কে

আসলে আমি প্রফেশনাল লিখক নই ! লিখি, তবে মাঝে মধ্যে। ভালো লাগে তাই লিখি। নিজেকে বুঝতে, জানতে ও শিখতে লিখি। শৌখিন লিখিয়ে বলা চলে আমাকে। অন্যদেরও পড়ি। বেশিরভাগই কবিতা পড়া হয়। বিশেষতঃ অনলাইনে প্রকাশিত কবিতাই পড়ি। বাংলা ও ইংরেজি দুটোই পড়া হয় সমানভাবে। দেশীয় কবিদের ভালোই লাগে। তবে কবি শামসুর রাহমান কে পছন্দ আমার। আর ইংরেজ কবিদের মধ্যে ওয়াল্ট হুইটম্যান কে পড়তে ভালো লাগে। 

পড়াশুনা ইংরেজি সাহিত্যে  পোস্ট গ্রাজুয়েট। চট্টগ্রামে জন্ম ও বেড়ে উঠাও চট্টগ্রামে। মরমী সাধক গুরু লালন সাঁই, বাবা বুল্লেহ শাহ, মির্জা গালিব, আমির খসরু এবং মাওলানা রুমি- এঁদের লিখনীর প্রতি আমার প্রগাঢ় শ্রদ্ধা এবং অসীম কৃতজ্ঞ আমি।  
আদীব আল-ফাতেহ আদীব আল-ফাতেহ