পোস্টস

ফিকশন

হ্যাপিনেস উইল লাস্ট ফরএভার (প্রিমিয়াম)

২১ এপ্রিল ২০২৪

Imtiaz Muhammad

মূল লেখক ইমতিয়াজ মুহাম্মদ নাহিদ

হ্যাপিনেস উইল লাস্ট ফরএভার


এই দুইটা শ্লা ভন্ড। পড়ালেখা করে না বইলা হতাশা ঝাড়ে। তারপর বাসা থেকে বাইর হইয়া উদ্ভ্রান্তের ন্যায় হেটে বেড়ায়৷ এইগুলার পুরানা আড্ডাখানা ভুইলা নতুন গন্তব্যে হাটে। কই যায় ক্যান যায় নিজেরাও জানে না। কাধে হাত দিয়ে হাটে, পাগলের মত রাস্তায় হাসাহাসি করে। মানুষ আঁড়চোখে তাকায়৷ কেউ কেউ চোউক গোলগোল কইরা তাকায়। ভাবে এ আবার কোন কিসিমের পাগল। এরা ফেসবুকে পোক করে না। হাটতে হাটতে গুতাগুতি করে, থাপড়ায়, গান গায়। পুরান বাজার নিয়া এস্থেটিকনেস শেয়ার করে৷ তারপর মাগরেবের নামাজের অযু করে স্ট্যান্ড রোডস্থ চৌধুরী জামে মসজিদের ছোট্ট নালায়৷

এটি একটি প্রিমিয়াম পোস্ট। পুরোটা পড়তে অনুগ্রহ করে পোস্টটি কেনার মাধ্যমে লেখককে সাপোর্ট করুন।